ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।।দিল্লিতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা শুরু ৪ আগস্ট থেকে। ৩ দিন ব্যাপী আসর হবে তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে। তাতে অংশ নেবে ত্রিপুরা। সদ্যসমাপ্ত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার প্রথম স্থানাদিকারী খেলোয়াড়দের বাছাই করা হয় ওই আসরের জন্য। ১২ সদস্যের ত্রিপুরা দলের আসরে অংশ নেবে। এছাড়া রেফারি হিসাবে অংশ নেবেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর। ত্রিপুরা দলে নির্বাচিত খেলোয়াড়রা হলেন: বিপ্রজিৎ সাহা, শাঙ্কি কর্মকার, অভিপ্সা নাথ, প্রীয়া দেবনাথ, সুব্রত শর্মা, অক্সিতা মজুমদার, শুভ্রজিৎ সিনহা, উদয় দে, হৃধি মারাক, যোগেন্দ্র মারাক, সোহানা ঘোষ এবং দ্বীপ সূত্রধর। কোচ: কৃষ্ণ সূত্রধর।
2023-06-25

