BRAKING NEWS

মোহনপুর ও বক্সনগরে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মন্মান্তিক মৃত্যু, গুরুতর তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  মোহনপুর ও বক্সনগরে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মন্মান্তিক মৃত্যু হয়েছে অপর তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ মোহনপুরে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনা শুক্রবার রাতে৷ মৃত দুই যুবকের বাড়ি মোহনপুর এলাকাতেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷  রাজ্যে পথদুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না৷ প্রতিনিয়তই পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷ শুক্রবার রাতে সেধাই থানার মোহনপুরে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতরা হলো পিংকু  ঘোষ এবং সান্টু দেবনাথ৷  শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
 মোহনপুরের উপর দিয়ে আগরতলা খোয়াই নতুন জাতীয় সড়ক নির্মাণ হওয়ার পর সাধারণ যানচালক, বাইক চালকদের গতি অনেকাংশ বেড়ে গেছে৷ ফলে পথ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত৷ শুক্রবার রাতে দুই বন্ধু বাইকে চেপে যাওয়ার সময় সরাসরি সংঘর্ষ হয় একটি  গাড়ির সাথে৷ গাড়ি এবং বাইকের মধ্যে ধাক্কা লাগায় ছিটকে পড়ে যায় বাইকে থাকা দুই যুবক৷ দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে মোহনপুর কমিউনিটি হেল সেন্টারে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন৷  অপরজনকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জীবন যুদ্ধে হার মানে সে৷ নিহত সান্টু দেবনাথের বাড়ি মোহনপুরের কাইল্লোরি এলাকায়৷ অপর নিহত পিংকু ঘোষের বাড়ি মোহনপুরের শনিতলা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ৷  পুলিশ এ ব্যাপারে একই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দ্রুতগতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বক্সনগরে অটো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা সাহাব ইন্সপেক্টর ও একজন বনদপ্তরের কর্মীসহ চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে, চালকদের বেআব্রু চলাচলে আবারও বক্সনগরে অটো এবং আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার৷অটো গাড়িতে যাত্রী হিসাবে কলমচৌড়া থানার একজন মহিলা সাব-ইন্সপেক্টর এবং বন দপ্তরের একজন কর্মী ছিলেন৷ তারা দুজন গুরুতর আহত হয়েছেন৷ আহত চারজনই বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *