BRAKING NEWS

কৈলাসহর মহিলা থানা মামলা নিচ্ছে না অসহায় মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  কৈলাসহর মহিলা থানায় এসে বিচার পাচ্ছেন না বিচার প্রার্থী৷ বিচারপ্রার্থী মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করার  পুলিশ মামলা গ্রহণ না করায় বাধ্য হয়ে বিচার প্রার্থী মহিলা বিজেপির স্থানীয় নেতার দ্বারস্থ হন৷খোদ মন্ত্রী  টিংকু রায়ের নির্বাচনে এলাকায় বিজেপি দলের নেতাকে পাত্তাই দিলেন না কৈলাসহরের মহিলা থানার ওসি রিংকি দেববর্মা৷ শুধু তাই নয়, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ড: সুশান্ত সিনহার ফোন রিসিভ করেননি কৈলাসহরের মহিলা থানার ওসি৷ ওসির এই ভূমিকায় কৈলাসহরে বিজেপি দলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য,ঘটনা মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্র -চন্ডীপুরে বিয়াল্লিশ নং বুথের অধীনে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে৷ বিয়াল্লিশ নং বুথের বিজেপি দলের সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ ভট্টাচার্য  তেইশ জুন  বিকেলে কৈলাসহরের মহিলা থানার সম্মুখে দাঁড়িয়ে অভিযোগ করেন , ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রীনা বেগমের স্বামী বর্তমানে কৈলাসহরের সংশোধনাগারে বিচারাধীন৷ স্বামী জেলে থাকায় বাড়িতে রীনা বেগেম একাই থাকেন৷ গতকা বাইশ জুন বৃহস্পতিবার রাতে একই গ্রামের কয়েকজন যুবক রীনা বেগমের বাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিলাঢিলি করে এবং রীনা বেগমের প্রাণনাশের হুমকি দেয়৷ রীনা বেগমের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটিতে আলো থাকায় অভিযুক্ত যুবকদের চিনতেও পেরেছেন রীনা বেগম৷ অভিযুক্তদের দেখে চিনতে পারলেও ভয়ে একা রাতে কোনো ধরনের চিৎকার চেচামেচি না করে পরবর্তী সময়ে শুক্রবার দুপুরে লিখিত অভিযোগ নিয়ে রীনা বেগম কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি রিংকি দেববর্মা রীনা বেগমের লিখিত অভিযোগ গ্রহণ না করে উল্টো মহিলা থানার ওসি দুরব্যবহার করেন  বলে অভিযোগ৷ রীনা বেগম ভগবান নগর নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের দারস্থ হয়ে সমস্ত ঘটনা জানানোর পর বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য রীনা বেগমকে সাথে নিয়ে কৈলাসহরের মহিলা থানায় আসার পর মহিলা থানার ওসি বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্যের সাথেও দুরব্যবহার করেছেন বলে বিজেপি নেতা কালীকৃষ্ণ ভট্টাচার্য নিজেই  জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *