সিতাই, ২৪ জুন (হি. স.) : কোচবিহারের সিতাইয়ের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরভাঙ্গা আদাবাড়ি গ্রাম থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করল সিতাই থানার পুলিশ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে সিতাই থানার আইসি প্রবীণ প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোরভাঙ্গা আদাবাড়ি গ্রামের বাসিন্দা সন্তোষ দাসের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি তাজা বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, বিশেষ তৎপরতায় সিতাই থানা এলাকা থেকে তিনটি তাজা বোমা ও বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।