দাঁতন, ২৪ জুন (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রান্ত বিজেপি প্রার্থী, তাঁর ছেলে ও স্বামী।শনিবার দুপুরে দাঁতন থানার কেশরম্ভাতে এই হামলার ঘটনা ঘটে। লাঠিপেটা করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।
তিনি দাবি করেন, পারিবারিক বিবাদের কারণে ঝামেলা হয়েছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
স্থানীয় সূত্রের খবর, এদিন বিজেপি প্রার্থী কাকলি পাত্র স্বামী ও ছেলেকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ করে। এমনকি বাঁশ, লাঠি দিয়ে মারধরও করা হয়। ছেলেকে সঙ্গে নিয়ে বাধা দিতে গেলে কাকলি হাতে চোট পান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই বলে দাবি তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের।