মুম্বই, ২৪ জুন (হি.স.): বর্ষার আগমণের অপেক্ষায় দিন গুনছে মহারাষ্ট্র। শনিবার সকালে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের রায়গড়, থানে ও পালঘর জেলাতেও বৃষ্টি হয়েছে। এদিন সকালে মুম্বইয়ে অনেকটা সময় ধরে ভারী বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাতের ফলে মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। শ্লথ হয়ে যায় যানবাহনের গতি।
মুম্বই শহরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মহারাষ্ট্রে বর্ষার আগমণে বেশ কিছুটা বিলম্ব হয়েছে এবার, ঘূর্ণিঝড় বিপর্যয়-এর জন্য। অবশেষে বৃষ্টি শুরু হয়েছে মুম্বই-সহ মহারাষ্ট্রের নানা প্রান্তে। এই বৃষ্টিকে বর্ষার বৃষ্টি বলছেন অনেকেই, তবে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমণের বিষয়ে এখনও জানানো হয়নি।