পাটনা, ২৩ জুন (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে বিহারের রাজধানী পাটনায় বৈঠকে বসল ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দল। শুক্রবার দুপুরে পাটনার আন্নে মার্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবনে বৈঠক শুরু হয়। এই বৈঠকে আরজেডি-র প্রতিনিধিত্ব করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, ডিএমকে-র এম কে স্ট্যালিন, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল এবং ভগবন্ত মান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তাঁর দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত ছিলেন বৈঠকে। বৈঠকে হাজির হন লালুপ্রসাদ যাদবও।
জেডি (ইউ), আরজেডি এবং কংগ্রেস এই সভা আহ্বানের মূলে রয়েছে, কারণ তাঁরা বিহারে মহাজোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। বৈঠকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, এনসিপি-র শরদ পওয়ার, পিডিপির মেহবুবা মুফতি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, ন্যাশনাল কনফারেন্স-এর ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহ এবং উদ্ধব ঠাকরের মতো নেতারা উপস্থিত ছিলেন। বাম দল সিপিএম, সিপিআই এবং সিপিআই (এমএল)-এর নেতারাও বৈঠকে উপস্থিত হন।

