পাটনা, ২৩ জুন (হি.স.) : পাটনা বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের পরামর্শ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের। তিনি বলেন, ”তোমার মা তোমার বারবার বিয়েতে প্রত্যাখ্যানে বিরক্ত। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।”
শুক্রবার পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক ছিল । আর সেই বৈঠকে বহুদিন পরে জাতীয় রাজনীতির পরিসরে প্রকাশ্যে দেখা গেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে । এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পিতৃসুলভ পরামর্শ দিলেন লালুপ্রসাদ । এদিন রাহুলকেগাঁটছড়া বাঁধার পরামর্শ দেন লালু। তিনি বলেন, ”তোমার মা তোমার বারবার বিয়েতে প্রত্যাখ্যানে বিরক্ত। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।” তাঁর এমন কথায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাকী রাজনৈতিক নেতানেত্রীরাও হেসে ফেলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বিজেপিকে ক্ষমতায় ফিরতে না দিতে একসঙ্গে লড়তে চাইছে বিরোধীরা। আর তাই শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আহ্বামে সর্বদলীয় বৈঠকে অংশ নেয় ১৭টি দল। বৈঠক শেষে বিরোধীরা মুখোমুখি হন সাংবাদিকদের। জানিয়ে দেন, তাঁরা একসঙ্গে লড়বেন।