শ্রীনগর, ২৩ জুন (হি.স.): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে) থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৪ সন্ত্রাসবাদী, কিন্তু সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই ৪ জঙ্গি মারা পড়েছে। সুরক্ষা বাহিনী বানচাল করে দিল অনুপ্রবেশের চেষ্টা। শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের কালা জঙ্গলে ওই চার জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের কালা জঙ্গল এলাকায় ওই চার জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও সেনাবাহিনী। ওই এলাকায় এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।