ফতেহাবাদ : মাদকসহ গ্রেফতার যুবক

ফতেহাবাদ, ২৩ জুন (হি. স.) : মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে আটক করেছে হরিয়ানার ফতেহাবাদ থানা পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুসারে, এএসআই সূর্যকান্তের নেতৃত্বে হরিয়ানা স্টেট নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দল মাদক প্রতিরোধের জন্য টহল দেওয়ার সময় গোরখপুর গ্রাম থেকে সিওয়ানি বোলানের দিকে যাচ্ছিল। দলটি ভুনা থেকে অগ্রহা মোড সড়কে গোরখপুর গ্রামের একটু সামনে পৌঁছলে সেখানে এক যুবককে খাম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ওই যুবক পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে পেছনে ফিরে দ্রুত পায়ে মাঠের দিকে যেতে থাকে। এরপর পুলিশ কর্মীরা ধাওয়া করে ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক তার নাম সুমিত ওরফে বিট্টু সিওয়ানি বোলান জেলা হিসারের বাসিন্দা বলে জানায়। পুলিশ তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭০০টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ভুনা থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের করে।