নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ অম্বুবাচী তিথি উপলক্ষে আগরতলায় লক্ষী নারায়ণ বাড়ি সহ অন্যান্য মন্দিরগুলিতে মা-বোনদের ভিড় পরিলক্ষিত হয়৷ গত রাত থেকে শুরু হয়েছে অম্বুবাচী তিথি৷ যা চলবে সোমবার দুপুর পর্যন্ত৷আগরতলার লক্ষ্মীনারায়ান বাড়িতে এই তিথিতে ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয় শুক্রবার৷ টানা চারদিন মন্দিরে মন্দিরে মা-বোনদের ভিড় পরিলক্ষিত হবে ৷ স্বামীর মঙ্গলার্থে লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো এবং মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন৷ এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই লক্ষ্মীনারায়ন বাড়ি মন্দিরে মা-বোনদের ভীড় পরিলক্ষিত হয়৷ উপলক্ষে নারায়ণ বাড়ির সামনে মেলাও বসেছে৷
2023-06-23