ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।।
অনন্ত মুড়াসিংকে ছাপিয়ে গেলেন বিপ্লব দাস। বিপ্লবের দুরন্ত বোলিংয়ে জয় পেলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ভি জে ডি ম্যাথডে ৬ রানে পরাজিত করলো রেক্স ক্লাবকে। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন রেক্স ক্লাবের জয়ের জন্য দরকার ছিলো ৯৬ রান। কিন্তু রেক্স ক্লাব মাত্র ৮৯ রান করতে সক্ষম হয়। মুহুরিপুরের বিপ্লব দাস এবং রেক্স ক্লাবের অনন্ত মুড়াসিং ৫ উইকেট করে পেয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১১৯ রান করে। দলের পক্ষে দেবজিৎ সরকার ৫৪ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ এবং চিরঞ্জীৎ দাস ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। রেক্স ক্লাবের পক্ষে অনন্ত মুড়াসিং ২০ রান দিয়ে ৫ উইকেট, বিকাশ সাহা ২৪ রান দিয়ে ২ উইকেট এবং অজিৎ মুড়াসিং ৩৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে রেক্স ক্লাব ৮৯ রান করে। দলের পক্ষে কিষান মুড়াসিং ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সুমিত মুড়াসিং ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে বিপ্লব দাস ৩০ রান দিয়ে ৫ উইকেট, অভিজিৎ মিত্র ৮ রান দিয়ে ৩ উইকেট এবং সৌরভ চৌধুরি ২৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।
2023-06-22