ওয়াশিংটন, ২২ জুন (হি.স.): হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আপ্যায়ন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী (ফার্স্ট লেডি) জিল বাইডেন। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসে মিলিত হন মোদী, বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বিশেষ উপহার বিনিময় হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনকে ‘দশ প্রিন্সিপাল উপনিষদ’ বই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও আরও অনেক বিশেষ উপহার দিয়েছেন মোদী।
প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, “হোয়াইট হাউসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে ধন্যবাদ জানাই। আমরা বেশ কয়েকটি বিষয়ে দুর্দান্ত আলোচনা করেছি।” হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক উপহার হিসাবে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটি হস্তনির্মিত, অ্যান্টিক আমেরিকান বই গ্যালি উপহার দেবেন। রাষ্ট্রপতি বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেবেন। জিল বাইডেন প্রধানমন্ত্রী মোদীকে ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা’-এর একটি স্বাক্ষরিত, প্রথম সংস্করণের অনুলিপি উপহার দেবেন।