সমাজে নার্সদের অবদানের স্বীকৃতি, ‘জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার’ প্রদান করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ‘জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার’ প্রদান করেছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ২০২২-২৩ সালের জন্য এই পুরস্কার, প্রাপকদের হাতে তুলে দেন। সমাজে নার্সদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিতে তাঁদের এই পুরস্কার দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ১৯৭৩ সালে এই পুরস্কার প্রবর্তন করে।

সমাজে নার্সদের অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২২-২৩ সালের জন্য ‘জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার’ প্রাপকদের হাতে তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *