কলকাতা, ২২ জুন (হি. স.) রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ওনাকে আমিই নিয়োগ করেছিলাম। কিন্তু তিনি বাংলার মানুষকে হতাশ করেছেন।’
রাজীব সিনহার জয়েনিং লেটার গ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল বৃহস্পতিবার সংক্ষেপে বলেন,”আমি নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলাম। কিন্তু বাংলার মানুষকে হতাশ করেছেন তিনি। মানুষের রক্তের প্রতিটি ফোটার দায় নির্বাচন কমিশনের। হিংসাকে সমূলে উৎখাত করতে হবে। মানুষ অ্যাকশন চাইছে। রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হবেই। আর এটা আমাদের প্রতিজ্ঞা। ” রাজীব সিনহার জয়েনিং লেটার রাজ্যপাল ফিরিয়ে দেওয়ায় এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের পরতে পরতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেই সি ভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন।
বস্তুত, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। আদালতও তাঁর কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে। এর মধ্যে একবার তাঁকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু নির্বাচন কমিশনার ব্যস্ততার কারণ দেখিয়ে যাননি। এরই মধ্যে জানা গিয়েছে, নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফিরিয়ে দিয়েছেন।