বিবেকানন্দ-৮ উমাকান্ত সি সি-০
(হেমন্ত-হ্যাটট্রিক, জোষেফ-২, মাসুম-২, জুয়েল)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।।
উমাকান্ত কোচিং সেন্টারকে বিধ্বস্ত করে দ্বিতীয় জয় পেলো বিবেকানন্দ ক্লাব। ৩ ম্যাচ খেলে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে নারায়ন দেবনাথের দল বিবেকানন্দ ক্লাব ৮-০ গোলে হারালো উমাকান্ত কোচিং সেন্টারকে। বিজয়ী দলের হেমন্ত দেববর্মা হ্যাটট্রিক করেন। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। শুরুতেই মাসুম আহমেদের জোড়ালো শটে উমাকান্ত সি সি-র রক্ষণভাগে চিড় ধরে। প্রথম গোল পেতে বিবেকানন্দ ক্লাবকে অপেক্ষা করতে হয় মাত্র ১২ মিনিট। হেমন্ত দেববর্মার গোলে এগিয়ে যায় বিবেকানন্দ ক্লাব। শুরুতেই গোল হজম করে সমতা ফেরানোর জন্য তেড়েফুড়ে খেলা শুরু করে উমাকান্ত সি ইস-র ফুটবলাররা। কিন্তু বিপক্ষের রক্ষণভাগকে টলাতে পারেননি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন হেমন্ত দেববর্মা। প্রথমার্ধের শেষ মিনিটে জোষেফ মারাক ব্যাবধান আরও বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ওই সময় উমাকান্ত-র ফুটবলারদের দমের অভাব দেখা দেয়। ওই সুযোগের পুরো ফায়দা তুলেন বিবেকানন্দ ক্লাবের ফুটবলাররা। ৪৮ ও ৫০ মিনিটে জুয়েল দেববর্মা, ৬৩ মিনিটে হ্যাটট্রিক করেন হেমন্ত দেববর্মা, ৬৫ এবং ৮৮ মিনিটে পরপর দুটি গোল করেন মাসুম আহমেদ। রেফারি অরিন্দম মজুমদার হলুদ কার্ড দেখান বিজীত দলের সুজয় দেবনাথকে।
2023-06-22