দুর্গ, ২২ জুন (হি.স.): নরেন্দ্র মোদী সরকার ৯ বছরের মধ্যে দেশকে সুরক্ষিত করার কাজ করেছে। মোদীজির ৯ বছর, ভারতের গর্ব, দরিদ্র কল্যাণ এবং ভারতের অগ্রগতির জন্য নিবেদিত ছিল। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ছত্তিশগড়ের দুর্গের একটি জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
তিনি বলেছেন, মোদীজি ৯ বছরে অনেক পরিবর্তন এনেছেন। সোনিয়া-মনমোহনের সরকার ১০ বছর স্থায়ী হয়েছিল। এই ১০ বছরে শুধু কেলেঙ্কারি, কেলেঙ্কারি আর দুর্নীতি হয়েছে। কংগ্রেস ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। মোদীজি তাঁর ৯ বছরের শাসনাকালে এমন স্বচ্ছ সরকার পরিচালনা করেছিলেন যে বিরোধীরাও দুর্নীতির অভিযোগ করতে পারেনি।
ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল সরকারকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ভূপেশ বাঘেলের সরকার আসলে প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। তিনি মদ নিষিদ্ধ করার ঘোষণা করেছিলেন এবং মদ হোম ডেলিভারি শুরু করেন। ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তরুণদের চাকরি দেয়নি। বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দেওয়া হয়নি।