সুস্থ ও শক্তিশালী সমাজ গঠন করে যোগ, যোগের মাধ্যমেই সমাজের যৌথ শক্তি বৃদ্ধি পায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): সুস্থ ও শক্তিশালী সমাজ গঠন করে যোগ, যোগের মাধ্যমেই সমাজের যৌথ শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। বুধবার নবম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও বলেছেন, যোগের শক্তিই স্বচ্ছ ভারত অভিযান, স্টার্টআপ ইন্ডিয়া প্রচারাভিযান এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার মতো অঙ্গীকার উপলব্ধি করতে সাহায্য করার জন্য দেশের যুবসমাজের প্রচেষ্টায় একটি অতুলনীয় গতি সঞ্চার করেছে। বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “এই বছর ‘ওশান রিং অফ যোগ’-এর কারণে আরও বিশেষ হয়ে উঠেছে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। ‘যোগ-এর বিচার’ এবং ‘সমুদ্রের বিস্তার’-এর পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে ‘ওশান রিং অফ যোগ’-এর ধারণা।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যোগ আমাদের অন্তর্দৃষ্টি প্রসারিত করে, যোগ আমাদের সেই চেতনার সঙ্গে সংযুক্ত করে যা আমাদের জীবের ঐক্য উপলব্ধি করে, যা আমাদের জীবের প্রতি ভালবাসার ভিত্তি প্রদান করে, তাই যোগের মাধ্যমে আমাদের দ্বন্দ্বের অবসান ঘটাতে হবে, আমাদের যোগব্যায়াম করতে হবে। যোগের মাধ্যমে আমাদের অচলাবস্থা ও প্রতিরোধও দূর করতে হবে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “ভারতের আহ্বানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশ একত্রিত হওয়া সত্যিই ঐতিহাসিক, নজিরবিহীন। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে, যোগ একটি বিশ্বব্যাপী আন্দোলন, একটি বিশ্ব চেতনায় পরিণত হয়েছে।”