নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও ধর্মনগর পুর পরিষদের যৌথ সহযোগিতায় ধর্মনগরে নবম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে৷ জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ধর্মনগর পুরো পরিষদ ও মেহের যুবক কেন্দ্রের যৌথ সহযোগিতায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নবম জেলা ভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে যোগদান করেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ,বিভিন্ন সুকলের শিক্ষক-শিক্ষিকারা এবং ছাত্র-ছাত্রীরা৷ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন স্বাস্থ্যই মূল সম্পদ বাকি সব হচ্ছে অস্থায়ী৷ তাই পরিমিত আহার, কথাবার্তা সীমিত এবং যোগা নিয়মিত তবে ই স্বাস্থ্য সঠিক রাখা সম্ভব৷ পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার যোগাতে যারা অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণের মাধ্যমে নবম আন্তর্জাতিক যোগ দিবস কে সার্থকতা দিয়েছে তাদেরকে অভিনন্দন জানান৷ তিনি আরো বলেন শুধুমাত্র একদিন ঘটা করে যোগ ব্যায়াম করলেই হবে না নিয়মিতভাবে করলে তবে ই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় এবং বিভিন্ন কাজে পারদর্শিতা দেখানো সম্ভব হয়৷ জেলাভিত্তিক যোগ দিবস ছাড়াও পতঞ্জলি র উদ্যোগে ধর্মনগরের রাজ বাড়িতে নবম যোগ দিবস পালিত হয়৷ এই যোগ দিবসে উপস্থিত ছিলেন যোগ গুরু সুজিত দাস, পতঞ্জলি সংগঠনের পক্ষে সভাপতি উমাপদ দাস এবং সম্পাদক সমীর রায়৷ এই অনুষ্ঠানে বাগবাসার আসাম রাইফেলসের ২৯ নং ব্যাটালিয়নের জোয়ানরা, এলআইসির কর্মীবৃন্দ এবং আরপিএফ এর কর্মীরা সইচ্ছায় যোগদান করে এ অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলে৷