করিমগঞ্জ (অসম) ২১ জুন (হি.স.) : ১ জুলাই করিমগঞ্জ জেলার ৪০তম জেলা দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জে একটি অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার থিমগুলির মধ্যে রয়েছে- ক)করিমগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য খ) করিমগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্য গ)করিমগঞ্জের রাস্তার ফটোগ্রাফি ঘ)আর্কিটেকচারাল ফটোগ্রাফি। এই প্রতিযোগিতায় যোগদানের নিয়মাবলীতে থাকছে, প্রতিযোগিতাটি করিমগঞ্জের সকল এলাকার জন্য উন্মুক্ত। ছবিগুলি “ফটোগ্রাফি প্রতিযোগিতা: ৪০ তম জেলা দিবস উদযাপন ২০২৩, করিমগঞ্জ ( https://www.facebook.com/groups/3048505462120934/ )” এই ফেসবুক পেইজে আপলোড করে জমা দিতে হবে।
একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি ছবি জমা দিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই ছবি সহ তাদের নাম, ঠিকানা এবং যোগাযোগের বিশদ সঠিকভাবে জমা দিতে হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই উপরে তালিকাভুক্ত ফটোগুলির বিভাগ বা থিম উল্লেখ করতে হবে। অংশগ্রহণকারীদের ছবি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ জুন। সেরা ৩ জন ফটোগ্রাফারকে জেলা দিবসে অর্থাৎ ১লা জুলাই, ২০২৩ তারিখে করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে পুরস্কৃত করা হবে।