কাছাড়ে স্বাস্থ্য বিভাগের কন্ট্রোলরুম

শিলচর (অসম) ২১ জুন (হি.স.) : শিলচর জেল রোডস্থ যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা কাজ করবে । এর ফোন নম্বর হচ্ছে ৯৩৯৪৩ ৩৯৪০৬, এবং অন্য নম্বরটি হচ্ছে ৯৩৯৪৬১৫৪০১।