কলকাতা, ২১ জুন (হি.স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে অশান্তির আবহ বিরাজমান। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে বসল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের নথি জমা দেওয়ার সময় মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল কংগ্রেসের ‘গুন্ডাদের’ দ্বারা কংগ্রেস প্রার্থীদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস কর্মীরা কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ শুরু করে।
এদিকে, রাজ্যজুড়ে হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের হস্তক্ষেপ চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যপালকে লেখা চিঠিতে অধীর উল্লেখ করেছেন, “আমাদের গণতন্ত্রের স্বার্থে, আমাদের সাংবিধানিক অধিকার বাঁচাতে” এই বিষয়ে হস্তক্ষেপ করুন।