ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না, হুশিয়ারি খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজ সচিবালয়ের এক বৈঠকে কালোবাজারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ত্রিপুরা সরকার। মূলত, বর্ষা মরশুমে জাতীয় সড়কে বেহাল অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা থেকে আগাম সতর্কতামুলক ব্যবস্থা হিসেবেই খাদ্য মন্ত্রী এদিনের বৈঠক করেছেন।  

এদিন তিনি বলেন, বর্ষাকালে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো খাটতি না হয় তার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। তার জন্য খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর সকল ধরণের আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁর কথায়, গত কয়দিন যাবৎ লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রীর অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই এই বিষয় নিয়ে খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যে কি পরিমাণ খাদ্যসামগ্রী মজুত রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাঁর দাবি, ত্রিপুরায় যথেষ্ট পরিমান খাদ্যসামগ্রী মজুত রয়েছে। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তাঁর হুশিয়ারি, ত্রিপুরা সরকার ও খাদ্য দপ্তর কোনোভাবে কালোবাজারি বরদাস্ত করবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অসাধু ব্যবসায়ীদের ধরতে প্রশাসনের সঙ্গে জনগণকেও সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।