ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।শুরু হলো ম্যাট্রিক্স চেস আকাদেমির বিশেষ প্রশিক্ষণ শিবির। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমি-র অফিসবাড়িতে। ভারতীয় যুব দলের কোচ তথা ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত প্রশিক্ষণ দিচ্ছেন আকাদেমির পাশাপাশি রাজ্যের ৩৬ জন দাবাড়ুকে। ৪ বিভাগে। আগরতলার পাশাপাশি মেলাঘর এবং বিলোনিয়া থেকে দাবাড়ুরা অংশ নেয় শিবিরে। দাবার বিভিন্ন নিয়ম কানুন শেখানোর পাশাপাশি বিভিন্ন পজিশন নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাশও করান দিল্লি থেকে আসা প্রসেনজিৎ। প্রথম দিনই বেশ কয়েকজন দাবাড়ু নজর কেড়ে নেয় কোচের। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কনিষ্ক চৌধুরি, দীপ্তাংশু দেব, রাজদীপ কর, অন্তরীপ আচারিয়া, শুভায়ন দাস, শ্রেয়ভী কর, অবান্তিকা চক্রবর্তী, দিবাঙ্গী শীল, শ্রীঞ্জয় সাহা এবং মেলাঘরের সিদ্ধার্থ মজুমদার। আগামী দুদিন চলবে ওই শিবির। শিবির শেষে প্রসেনজিৎ জানান, “বেশ কয়েকজন প্রতিভাবান দাবাড়ু রয়েছে শিবিরে। তঁাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে আগামীদিনে আরও ভালো খেলবে”।
2023-06-21