মালদায় বাজ পড়ে মৃত ২, আহত একাধিক

মালদা, ২১ জুন (হি. স.) : বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে মালদা জেলায় বাজ পড়ে দুটি পৃথক জায়গায় দুজনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে বুধবার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাবলা এলাকায় গাছে আম ভাঙতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পুরাতন মালদা ব্লকের মুচিআর আদমপুর এলাকায় একজনের মৃত্যু হয়েছে। তীব্র বৃষ্টি ও বজ্রবিদ্যুতের আতঙ্কে অসুস্থ হয়ে গেছে কয়েকজন স্কুলের ছাত্র-ছাত্রী। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকার একটি হাইস্কুলের ঘটনা। অসুস্থ ছাত্র-ছাত্রীকে আনা হয়েছে বাঙ্গিটোল স্থানীয় হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *