নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): বিগত ৯ বছরে মোদীজির নেতৃত্বে সেবা, সুশাসন ও গরিব কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে নিজস্ব ক্ষমতা ও সম্ভাবনা উপলব্ধি করেছে ভারত। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, মোদী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলে দরিদ্র, যুব সমাজ, মহিলা এবং দরিদ্রদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের রূপান্তর ঘটেছে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, ভারত বিগত ২ বছরে বৃদ্ধির হারের পাশাপাশি রফতানিতেও ইতিহাস রচনা করেছে। গোয়েলের কথায়, বর্তমানে ১০০টিরও বেশি ইউনিকর্ন এবং প্রায় ১ লক্ষ স্টার্টআপ ভারতকে গর্বিত করেছে৷ বিশ্বের বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম এখন ভারতে। গোয়েল আরও বলেছেন, হতাশা, মন্দা এবং মুদ্রাস্ফীতির বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও, ভারত একটি শক্তিশালী অর্থনীতি বজায় রেখেছে। এমনকি উন্নত দেশগুলির অর্থনীতিগুলি যখন সংগ্রামী পরিস্থিতিতে, ভারত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং রেকর্ড রফতানি উপলব্ধি করছে।

