আগরতলা, ২০ জুন (হি.স.) : হিন্দু মেয়েকে মিথ্যে ভালবাসার জালে ফাঁসিয়ে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই মুসলিম যুবক। লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অর্ন্তগত ইটভাট্টা এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে ওই দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে বামুটিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
জনৈক এলাকাবাসী জানিয়েছেন, আজ রাজধানী আগরতলায় জয়নগরের বাসিন্দা আমান মিঞা(২২) বামুটিয়া নিবাসী এক নাবালিকাকে হিন্দু পরিচয় দিয়ে মিথ্যে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। আজ ওই হিন্দু মেয়েকে নিয়ে পালানোর উদ্দেশ্যে টিআর০১এটি৮৪১১ নম্বরের একটি বাইক নিয়ে বামুটিয়ায় এসেছিল আমান মিঞা ও তাঁর বন্ধু আবদুল আজিস। তাদের দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই লাভ জিহাদের মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে ওই দুই মুসলিম যুববকে উত্তম মধ্যম দিয়ে বামুটিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ধৃত আমান মিয়া জানিয়েছেন, বিগত এক বছর ধরে হিন্দু মেয়েদের মিথ্যে ভালবাসায় জড়িয়ে তাদের জীবন নষ্ট করেছে।আজকেও সেই উদ্দেশ্যে বামুটিয়ার এক হিন্দু মেয়েকে নিয়ে পালাতে গিয়ে স্থানীয় মানুষ তাদের আটক করেছেন।