ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি-র বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৪ জুন। ওইদিন বেলা ১১ টায় সিটি সেন্টারস্থিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মূলতঃ ওয়ান এজেন্ডা-ই হচ্ছে বৈঠকের আলোচ্য বিষয়। ব্লাড মাউথ ক্লাব থেকে তাদের প্রতিনিধি পরিবর্তন করেছে বলে টিএফএ-র সংবিধান অনুযায়ী পরিচালন কমিটির জয়েন্ট সেক্রেটারির পোস্টটি শূন্যপদে পরিণত হয়েছে। কেননা, ব্লাডমাউথ থেকে পূর্বতন প্রতিনিধি টিএফএ-র জয়েন্ট সেক্রেটারির পদে আসীন ছিলেন। এখন যুগ্ম সম্পাদকের শূন্যপদ পূরণ সংক্রান্ত এজেন্ডা নিয়ে এই গভর্ণিং বডির বৈঠকে সদস্যদের মধ্যে আলোচনা হবে। গভর্নিং বডির সকল সদস্যদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য টিএফএ-র সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।
2023-06-20

