বিশালগড়ে সংবাদমাধ্যম কর্মশালা বার্তালাপ অনুষ্ঠিত  

আগরতলা, ২০জুন,২০২৩।। আজ বিশালগড় নুতন টাউন হলে অনুষ্ঠিত হয়েছে সিপাহীজলা জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সংবাদমাধ্যম কর্মশালা “বার্তালাপ”। প্রেস ইনফরমেশন ব্যুরোর আগরতলা শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। 
উন্নয়নমূলকসাংবাদিকতা সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে সামাজিক উন্নয়ন, সুশাসনের উপর আয়োজিত এই বাৰ্তালাপ কর্মশালায় জেলার অন্তর্গত  ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। 
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেছেন সরকারের  উন্নয়নমূলক প্রকল্পগুলি  রূপায়ণের ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকাঅপরিসীম। অনেক সময়ই এই প্রকল্পগুলির রূপায়নের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতিগুলি সামনে আসে সাংবাদিকদের সংবাদেরমাধ্যমে। এর মধ্য দিয়ে প্রশাসনিকস্তরে উন্নয়নমূলক প্রকল্পের পরিমার্জন যেমন হয় তেমনি সঠিক দিশায় জনকল্যানমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন সম্ভব হয়। উন্নত রাষ্ট্রগঠনে উন্নয়নমূলক সাংবাদিকতার বিরাট ভূমিকা আছে এবং এধরনের কর্মশালার মাধ্যমে উন্নয়নমুলক সাংবাদিকতার যেমন পরিপুষ্ট হয় তেমনি, রাষ্ট্রের জনকল্যানের ধারাও অনেক সমৃদ্ধ হতে পারে।  মহকুমা শাসক অটল পেনশন যোজনা,প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, পরিকাঠামো উন্নয়নের কর্মসূচি, উজ্জ্বলা স্কিমের বাস্তুবায়ন এর বিভিন্ন দিক তুলে ধরেন। তবে, এধরনের উন্নয়নমূলক স্কিমগুলোর নিয়ম-নির্দেশিকাগুলিকে পুস্তিকা আকারে ও সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে প্রচার বাড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন। এরজন্য তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। বাৰ্তালাপ অনুষ্ঠানে এদিন,  রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং নর্থইস্ট কালারস্‌-এর সম্পাদক সঞ্জীব দেব উন্নয়নমূলক সাংবাদিকতা, উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জ সামনা করতে হয় এনিয়ে তিনি বেশকিছু দৃষ্টান্ত দেন। তিনি বলেন, উন্নয়নমূলক সাংবাদিকতার ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য  সেতুবন্ধনের কাজ করে থাকে  সংবাদমাধ্যম ও সাংবাদিকরা। তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের একটি দিক উত্থাপন করে বলেন, কোনো টেকনিকেল কারণে যদি জনগণ ন্যায্য সুবিধা না পান তখন সাংবাদিকরা কীভাবে এর ত্রুটি-বিচ্যুটি তুলে ধরেন তার দৃষ্টান্ত দিয়ে বলেন,তখন কিন্তু সরকার এই ত্রুটিগুলো পরিমার্জন করে জনগণকে ন্যায্য সুবিধা পাওয়ার ব্যবস্থা করেন। বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত তার সুদীর্ঘ সাংবাদিকতা পেশার অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সংবাদ করেই কিভাবে জনগণের কল্যানে সাংবাদিকতা করতে হয় এ নিয়ে আলোচনা করেন। সিপাহীজলা জেলার প্রবীণ সাংবাদিক স্বপন চক্রবর্তী বলেন, কোন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ পরিবেশন করার সময় সাংবাদিকরা যেন শুধু অথিতির ভাষণেই সীমাবদ্ধ না থাকেন। বিষয়টি নিয়ে তার বাইরে থাকা বিভিন্ন তথ্য যেন প্রতিবেদনে স্থান পায় তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।পঞ্চায়েত স্তর থেকে সংবাদ কর্মশালা করার প্রয়োজনীয়তা নিয়েও তিনি কথা বলেন। বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমায় সংবাদ-মাধ্যম কর্মশালা আয়োজন করায় প্রেস ইনফরমেশন ব্যুরোকে অভিনন্দন জানান এবং এধরনের অনুষ্ঠান আরোও হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রেস ইনফরমেশন ব্যুরোর উপ-অধিকর্তা শুভাশীষ কুমার চন্দএবং সেন্ট্রাল  ব্যুরো অফ কমিউনিকেশন এর ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত কর প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *