হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইন পরিদর্শনে আসছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথ পরিদর্শনে আসছেন চেতন কুমার।
বুধবার রাত সাড়ে ১১টায় গুয়াহাটি থেকে ১৫৬৩০ নম্বর ইন্টারসিটি এক্সপ্রেসে রওয়ানা হয়ে রাত ২-টা ৫৫ মিনিটে লামডিং এসে পৌঁছবেন হবেন জিএম। তার পর বৃহস্পতিবার সকাল ৭-টা নাগাদ এলজি স্পেশাল ট্রেনে সকাল সাড়ে নয়টা নাগাদ জিএম এসে পৌঁছবেন নিউহাফলং স্টেশনে। লামডিং থেকে নিউহাফলং আসার পথে পাহাড় লাইনে অতি স্পর্শকাতর ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করার পাশাপাশি বর্ষার মরশুমে রেলের পক্ষ থেকে ধস রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, নিউহাফলং স্টেশনে এসে তা খতিয়ে দেখবেন তিনি।
তাছাড়া নিউহাফলং স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকও খতিয়ে দেখবেন উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। রেলপথ পরিদর্শন করে এদিনই তিনি পুনরায় মালিগাঁও ফিরে যাবেন। বৃহস্পতিবার জিএম-এর সফরসঙ্গী থাকবেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিকে বৃহস্পতিবার উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের সফরকে ঘিরে পাহাড় লাইনের রেল কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন।