বালুরঘাট, ২০ জুন (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যু হল। মৃতের নাম রবি ওরাওঁ(৬০)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপনের অন্তশিমুল গ্রামে।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে তার বুকে ব্যথা হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছিল। এদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।