মুম্বাই, ১৯ জুন (হি.স.): গত বছরের সেপ্টেম্বর থেকে পিঠের ব্যাথার কারণে মাঠের বাইরে ছিলেন বুমরা। এরপর মাঝে মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু পারেন নি। এরজন্য তিনি খেলতে পারেননি এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএল, টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টগুলো। অবশেষে সুখবর এল।
বিসিসিআই সূএ জানাচ্ছে, আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন বুমরা। বলা হচ্ছে , কিছুদিনের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বুমরা।উল্লেখ্য, বুমরার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল গত মার্চে। এরপর দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। বিসিসিআইয়ের এক কর্মকর্তার দাবি, মাঠে ফেরার জন্য এখন অনেকটাই তৈরি বুমরা। এবং তা আগস্টেই আয়ারল্যান্ড সিরিজে। ভারতে অক্টোবর-নভেম্বরে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আর ৩১ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। সুতরাং এই দুটি টুর্নামেন্টে পুরোনো ছন্দে বুমরাকে পেতে হলে আগষ্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরতেই হবে।

