সকালেই নামল আঁধার! প্রতীক্ষিত বৃষ্টিতে স্বস্তি পেল দক্ষিণবঙ্গ, ঝেঁপে বৃষ্টি তিলোত্তমায়

কলকাতা, ১৯ জুন (হি.স.): আকাশ কালো করে এসে সকালেই নামল আঁধার! প্রতীক্ষিত বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সোমবার সকালে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে এদিন সকালে, কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

আষাঢ় মাসের শুরুতে প্রবল বৃষ্টি নামে কলকাতায়, বৃষ্টি হলেও এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার ধীরে ধীরে বাড়তে পারে বৃষ্টি। আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশও করতে পারে। এর ফলে আগামী চার-পাঁচ দিনে দক্ষিণে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দীর্ঘ দহনের পর স্বস্তির পেতে পারেন সাধারণ মানুষ।