উত্তরাখণ্ডের চম্পাবতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত বেশ কয়েকজন যাত্রী

দেহরাদূন, ১৯ জুন (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দূঘটনাগ্রস্ত বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। জেলা দুর্যোগ কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে ধৌন থেকে চম্পাবতের দিকে যাওয়ার সময় একটি বাস রিঠা সাহেবের ১ কিলোমিটার আগে উল্টে যায়।

ওই বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন, দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, বাস চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।