ভুবনেশ্বর, ১৯ জুন (হি. স.) : পুরীর শ্রীগুন্ডিচা রথযাত্রার একদিন আগে, মহাপ্রভু শ্রী জগন্নাথ ভক্তদের কাছে তরুণ রূপে আবির্ভূত হন।
সোমবার সকাল ৬.১০ মিনিটে মঙ্গল আরতি হয়। এরপর ময়লাম, অবক্ষা, দাস অবতার (বহুদা নীতি) সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে মহাপ্রভু যৌবন রূপে ভক্তদের দর্শন দেন। লক্ষ লক্ষ ভক্ত এদিন মহাপ্রভুকে তার যৌবনের পোশাকে দেখেছেন।
ভক্তরা সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করছেন এবং মহাপ্রভুর দর্শন করে উত্তর গেট দিয়ে চলে যাচ্ছেন। ভক্ত সমাগম বেশি থাকায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে।
মঙ্গলবার রথযাত্রার আয়োজন করা হবে। ওইদিন মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা রত্ন সিংহাসন ত্যাগ করবেন এবং রথে যাত্রা করবেন তাদের মাসির বাড়ি।