কুস্তিগিররা আসলে কংগ্রেসের হাতের পুতুল, পালটা ববিতা ফোগাট

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.) : ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভরত কুস্তিগিররা আসলে কংগ্রেসের হাতের পুতুল। এবার তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কুস্তিগির তথা বিজেপি নেত্রী ববিতা ফোগাট । তাঁর দাবি, বারবার বলা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেননি, অথচ প্রিয়াঙ্কা গান্ধীর মতো কংগ্রেস নেত্রীর সাহায্য নিয়েছে। এতেই বোঝা যায় ওদের মানসিকতা।

আসলে শনিবারই কুস্তিগির সাক্ষী মালিক এবং তাঁর স্বামী সত্যার্ত কাদিয়া একটি দীর্ঘ ভিডিও বার্তায় দাবি করেছেন, তাঁদের লড়াই ব্রিজভূষণের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নয়। শুধু কংগ্রেস নয়, বিজেপি নেতারাও তাঁদের সাহায্য করেছেন। প্রমাণ হিসাবে সাক্ষী মালিক দাবি করেন, যন্তরমন্তরে তাঁদের ধরনার ব্যবস্থা করে দিয়েছিলেন দুই বিজেপি নেতাই। একজন ববিতা ফোগাট, আরেকজন তীর্থ রানা।

কিন্তু সাক্ষীদের সেই দাবি নিমেষে নস্যাৎ করে দিয়েছেন ববিতা। সাক্ষীদের পালটা আক্রমণ করে বিজেপি নেত্রী বলেন, তিনি কুস্তিগিরদের কোনওরকম সাহায্য করেননি। কুস্তিগিরদের হাতে তেমন কোনও প্রমাণ নেই। ববিতা বলেন, “আমি ওদের বারবার বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। কিন্তু সেটা ওরা না করে দীপেন্দ্র হুডা, প্রিয়াঙ্কা গান্ধীদের মতো কংগ্রেস নেতানেত্রীর সাহায্য নিয়েছে।” ববিতার অভিযোগ, কুস্তিগিররা নতুন সংসদের উদ্বোধনের দিন বিক্ষোভ দেখিয়ে আর পদক বিসর্জন দেওয়ার হুমকি দিয়ে প্রমাণ করে দিয়েছেন, তাঁরা দেশের ভাবমূর্তির চিন্তা করেন না। তিনি সোজা বলে দিচ্ছেন, ভারতবাসী ওদের স্বরূপ চিনে গিয়েছে। ওরা কংগ্রেসের হাতের পুতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *