আগামী ১৯ জুন থেকে শিলচর-নাহরলগুন চলবে যাত্রীবাহী ট্রেন

গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : রেল মানচিত্রে এবার সরাসরি অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত হচ্ছে অসমের বরাক উপত্যকা। উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শিলচর থেকে অরুণাচল প্রদেশের নাহরলগুন পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু করতে চলছে। আগামী ১৯ জুন প্রথম শিলচর থেকে নাহরলগুন পর্যন্ত যাত্রা করবে যাত্রীবাহী ট্রেন।

উত্তরপূর্ব সীমান্ত রেল শিলচর-নাহরলগুন-শিলচরের মধ্যে ১১ ট্রিপের জন্য একটি সামার স্পেশাল ট্রেন চালু করছে। এই ট্রেনটি শিলচর-নাহরলগুন-শিলচরের মধ্যে সপ্তাহে একদিন চলাচল করবে। ০৫৬৩৮ নম্বর শিলচর থেকে নাহারলগুন পর্যন্ত ১৯ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত ১১ ট্রিপের জন্য চলাচল করবে। অন্যদিকে ০৫৬৩৭ নম্বর নাহরলগুন থেকে শিলচর পর্যন্ত ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১১ ট্রিপের জন্য চলাচল করবে সামার স্পেশাল।

১৯ জুন থেকে প্রতি সোমবার এই সামার স্পেশাল ট্রেন শিলচর থেকে ছাড়বে বেলা ১-টা ৫০ মিনিটে এবং মঙ্গলবার ট্রেনটি নাহরলগুন গিয়ে পৌঁছবে সকাল ৮-টা ৩০ মিনিটে। অনুরূপভাবে প্রতি মঙ্গলবার নাহরলগুন থেকে ট্রেনটি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হবে সকাল ১০টায় এবং বুধবার ভোর ৪-টা ৪০ মিনিটে শিলচর এসে পৌঁছবে।

সামার স্পেশাল ট্রেনটি শিলচর থেকে ছেড়ে ১৮টি স্টেশন যথাক্রমে বদরপুর, নিউ হারাঙ্গাজাও, নিউহাফলং, মাইবাং, লামডিং, ডিফু, ডিমাপুর, সরুপাথার, ফারকাটিং, মরিয়নি, শিমলুগুড়ি, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, নিউ শিবসাগর, ধেমাজি গোগামুখ, নর্থ লখিমপুর, হারমতি স্টেশনে দাঁড়াবে। ট্রেনটিতে দুটি জেনারেল কোচ, স্লিপার কোচ ১৩টি, ৫-টি বাতানুকুল সহ মোট ২০টি কোচ থাকবে।