গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : গুয়াহাটির ধীরেনপাড়া এলাকায় ভূমিধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে জনৈক মুক্তার আলি বলে শনাক্ত করা হয়েছে। ঘটনা আজ শনিবার সকাল প্রায় ছয়টা নাগাদ সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
গুয়াহাটি সহ গোটা অসমে গত কয়েকদিন থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ১৭টি জেলা ৩৪.১৮৯ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। বহু জায়গায় ধসও পড়ছে, নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি। এমতাবস্থায় গুয়াহাটির ধীরেনপাড়ায় সোনালী পথে অবস্থিত একটি ভাড়া ঘরের ওপর পাহাড়ের নীচে তৈরি গার্ড ওয়াল ভেঙে পড়েলে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন বরপেটার বাসিন্দা মুক্তার আলি। নিহত মুক্তার আলি দুর্ঘটনার সে সময় ঘরের প্রাঙ্গণে কাজ করছিলেন। তিনি গুয়াহাটির একটি মিষ্টি তৈরির কারখানার কর্মচারী ছিলেন।
এদিকে দুৰ্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফাটাশিল আমবাড়ি থানার পুলিশ এবং এসডিআরএফ-এর দল দ্ৰুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার অভিযানকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে পরিষ্কার করতে গিয়ে নিহত ব্যক্তি মুক্তার আলিকে উদ্ধার করেন। মুক্তারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।