দুর্গাপুর, ১৮ জুন (হি. স.) : তীব্র দাবদহের পর স্বস্তির এক পশলা বৃষ্টি। আর ওই বজ্র বিদ্যুত বৃষ্টিতে মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লাউদোহার রসিকডাঙ্গা মাঠে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বজ্রাঘাতে মৃত বৃদ্ধের নাম সোনা রুইদাস (৬০) । রসিক ডাঙ্গার বাসিন্দা। শনিবার দুপুরে সোনা রুইদাস মাঠে গিয়েছিলেন নাতিকে খাবার পৌঁছে দিতে । ওই সময় আকাশে মেঘ ছিল। মাঝেমধ্যে বিদ্যুতের ঝলক চলছিল। আচমকাই বাজ পড়ে ওই বৃদ্ধের শরীরে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।