নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : প্রতিশ্রুতি সবাই দিতে পারে, কিন্তু মোদী সরকারের “দৃঢ় ইচ্ছাশক্তি” হল নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিষেবা এবং প্রকল্পগুলি সরবরাহ করা। শনিবার একথা জোর দিয়ে বলেছেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।
এদিন নরেন্দ্র মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে দিল্লির বদরপুরে বিজেপির মেগা প্রচার অভিযান- ”সম্পর্ক সে সমর্থন” – অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “নির্বাচনের পরে, তাঁরা ভুলে যায় (মানুষকে দেওয়া প্রতিশ্রুতি), কিন্তু মোদী ”সরকার”-এ, দেশবাসী ডেলিভারি (পরিষেবা এবং প্রকল্পগুলি) দেখতে পাচ্ছেন।”
হিন্দুস্থান সমাচার। রাকেশ।