মোরেনা, ১৭ জুন (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় যাত্রীবোঝাই বাস ও ডাম্পারের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মোরেনা জেলার দেবপুরী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার (মোরেনা) শৈলেন্দ্র সিং চৌহান বলেছেন, গোয়ালিয়র থেকে দিল্লি যাওয়ার পথে একটি ডাম্পার এবং একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালিয়র থেকে দিল্লিগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে। দেবপুরী বাবা মন্দিরের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। বাসের যাত্রীরা মজুরির জন্য টিকমগড় ছতরপুর থেকে দিল্লি যাচ্ছিলেন। মোরেনার পুলিশ সুপার বলেন, আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি আহত ও মৃতদের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু আর্থিক সহায়তা দেওয়া হবে শীঘ্রই তা দেওয়া হবে। আহতরা জানান, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাস চালকেরও মৃত্যু হলেও পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।