ত্রিপুরায় আগুনে পুড়ে ছাই ২৫টি দোকান

আগরতলা, ১৭ জুন (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৫টি দোকান। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে দোকানগুলো। শুক্রবার ভোর রাত সাড়ে চারটা নাগাদ কৈলাসহর বাবুরবাজারে ২৫টি দোকান আগুনে পুড়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী।

ঘটনার বিবরণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে বাজারে থাকা পাহারাদার একটি দোকানে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। দোকানে আগুন লাগার দৃশ্য দেখতে পায়ে তিনি চিৎকার চেচামেচি শুরু করেন। সাথে সাথে দোকানের মালিকদের ও কৈলাসহর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এলাকাবাসী ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু দমকল বাহিনী সঠিক সময় মতো না আসার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুনের লেলিহান শিখায় ২৫টি দোকান সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে দোকানগুলো। অবশ্য, এবিষয়ে নিশ্চিতভাবে দোকান মালিকরা কিছুই বলতে পারেননি।