বিপর্যয়-এর তাণ্ডবে বিপর্যস্ত গুজরাট; আহত ২২ জন, ৯৪০টি গ্রাম অন্ধকারে নিমজ্জিত

আহমেদাবাদ, ১৬ জুন (হি.স.): ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ল গুজরাট। গুজরাটে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আহত হয়েছেন ২২ জন। রাজ্যের মোট ৯৪০টি গ্রাম অন্ধকারে নিমজ্জিত। গুজরাটের মোরবিতে প্রবল হাওয়ায় বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে গিয়েছে, যার ফলে মালিয়া তহসিলের ৪৫টি গ্রামে বিদ্যুৎ নেই। ৯টি গ্রামে ইতিমধ্যেই বিদ্যুৎ চালু হয়েছে, অবশিষ্ট গ্রামে বিদ্যুৎ চালুর কাজ শুরু হয়েছে।

গুজরাটের নালিয়াতে উপড়ে পড়েছে অনেগুলি গাছ, এর ফলে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। মান্ডবিতে শুক্রবার সকালেও প্রবল বেগে হাওয়া বইতে থাকে। বিদ্যুৎ দফতর জানিয়েছে, শুধুমাত্র মোরবিতে প্রায় ৩০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। গুজরাটের কচ্ছতেও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। অবিশ্রান্ত বৃষ্টির সঙ্গে ঝড়ের তাণ্ডব চলে মধ্যরাত পর্যন্ত।

শুক্রবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় শুক্রবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ নালিয়া থেকে ৩০ কিলোমিটার উত্তরে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের উপর কেন্দ্রীভূত ছিল। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে, দক্ষিণ রাজস্থানে একটি নিম্নচাপে পরিণত হবে সেটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *