আগরতলা, ১৬ জুন (হি.স.) : ত্রিপুরায় বিজেপি সরকার জনপ্রিয় নয়। যদি জনপ্রিয় হত তাহলে এয়োদশ বিধানসভা নির্বাচনে কম করেও ৪৫ শতাংশ ভোট পেত। আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার বর্তমান সরকারকে বাইচান্স সরকার বলে কটাক্ষ করে একথা বলেন বিরোধী দলনেতা অনিমেষ দের্ববমা।
এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসন কালে উন্নয়নের প্রচার করতে জে পি নাড্ডাকে ত্রিপুরায় স্বাগত জানাবে বিজেপি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসন কালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি। শুধু বেকারের সংখ্যা প্রায় ৫ লক্ষ থেকে বেড়ে ৮ লক্ষে দাঁড়িয়েছে। ত্রিপুরায় উন্নয়ন হয়েছে রাজ্যে এখনো ১০ লক্ষাধিক জনগণ পানীয় জলের সমস্যা ভুগছেন এবং পাহাড়ী অঞ্চলে রাস্তাঘাটের বেহাল দশা হয়ে রয়েছে।
তাঁর কটাক্ষ, রাজ্যের বর্তমান সরকার হল বাইচান্স সরকার। বাইচান্স সরকার দিয়ে কিছু হয়না। বিজেপি সরকার জনপ্রিয় নয়। এয়োদশ বিধানসভা নির্বাচনে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। যদি বিজেপি সরকার জনপ্রিয় হতো তাহলে কম করেও ৪৫ শতাংশ ভোট পেত তাঁরা।
এদিন তিনি বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও কোনো বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগ নেই।তাঁর কটাক্ষ, বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলি ভর্তি ফী হিসেবে ১০০০ টাকা সংগ্রহ করে সরকার জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি সরকারের কাছে প্রশ্ন করেছেন এখনো পর্যন্ত কোনো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়নি কেন।