মুম্বই, ১৬ জুন (হি.স.): এখন থেকে ভারতীয় দলের মূল স্পনসরের জন্য বিড পেপার জমা দিতে গেলে কিছু নিয়ম চালু করল বিসিসিআই। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআই জানালো, বেটিং, ক্রিপ্টো, পর্ন, মদ- এই সংস্থাগুলি ভারতীয় দলের মূল স্পনসর হতে পারবে না।
রোহিত, কোহলিদের দলের প্রধান স্পনসরশিপের দরপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। এর আগে জাতীয় দলের স্পনসর ছিল বাইজুস। বাইজুসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে গত ৩১ মার্চে। তবে এই দরপত্র আবেদনের ক্ষেত্রে বিসিসিআই কিছু শর্ত রেখেছে। তাতেই জানিয়ে দিয়েছে কোন সংস্থা আবেদন করতে পারবে না।