মণিপুর : মন্ত্রীর বাসভবনের পর ইমফল পূর্ব জেলায় এবার নাগরিকের বাড়িতে অগ্নিসংযোগ দুর্বৃত্তদের, হতাহতের খবর নেই

ইমফল, ১৫ জুন (হি.স.) : মণিপুরের ইমফল পূর্ব জেলায় রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবন পুড়িয়ে দেওয়ার পর এবার নাগরিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্ত দলের। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মণিপুরে চলমান সহিসতার সর্বশেষ ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাত প্রায় ১:০০টা নাগাদ সংঘটিত হয়েছে ইমফল পূর্ব জেলার নিউ চেকন এলাকায়।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, চেকন এলাকায় মেইতেই, কুকি, মুসলমান এবং বাঙালি জনগোষ্ঠীয় মানুষ বসবাস করেন। এদিকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার পরও কী করে মিশ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে দুর্বৃত্তরা নাগরিকের ঘরে অগ্নিসংযোগ করল, সে রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে সংশ্লিষ্ট প্রশাসন।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যারাত প্রায় সাড়ে ছয়টা নাগাদ ইমফল পশ্চিম জেলার অন্তর্গত লামফেল এলাকায় রাজ্যের শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবনেও অগ্নিসংযোগ করেছে সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা। নেমচা কিপগেন কুকি সম্প্রদায়ভুক্ত বিজেপি সমর্থিত দশ বিধায়কের একজন। কিপগেন সহ দশ বিধায়ক পৃথক প্রশাসনের দাবি তুলেছিলেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৩ জুন রাতে নতুন করে সংগঠিত সহিংসতার ঘটনায় নয়জনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনা ওই দিন রাতে ইমফল পূর্ব এবং কাংপোকপি জেলার সীমান্তবর্তী আইগেজাং গ্রামে সংগঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *