ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের, পসকো মামলা তুলে নেওয়ার অনুরোধ

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : কুস্তিগীর ফেডারেশন অব ইন্ডিয়া-র প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ । বৃহস্পতিবার দিল্লি আদালতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১ হাজার পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ। যদিও ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের হাওয়া ‘নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি’ জানিয়ে পুলিশের তরফে পসকো মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আদালতে।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কুস্তিগীরদের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে তদন্তের পর দুই অভিযুক্ত, ব্রিজভূষণ শরণ সিং ও বিনোদ তোমরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মহিলাদের হেনস্থা, ৩৫৪এ ধারায় যৌন হেনস্থা ও যৌন হেনস্থার শাস্তি ও ৩৫৪ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিনোদ তোমরের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে পসকো মামালা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পসকো অভিযোগের তদন্তের পর একটি রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে, যেখানে নির্যাতিতা ও নির্যাতিতার বাবার বয়ানের ভিত্তিতে মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নাবালিকা দু-বার দুরকম বয়ান দিয়েছে। প্রথম বয়ানে কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে। কিন্তু, দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বয়ান বদল করে। পুলিশের কাছে নাবালিকা বলেছে, “আমি নির্বাচিত হয়নি। খুব পরিশ্রম করেও নির্বাচিত না হওয়ায় আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। তাই আগে আমি যৌন হেনস্থার মামলা করি।”

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল দিল্লির কন্নট থানায় ব্রিজভূষণের বিরুদ্ধে পসকো ধারা সহ দুটি এফআইআর রুজু করে দিল্লি পুলিশ। ঘটনার তদন্তে সিট গঠন করা হয় এবং এখনও পর্যন্ত ১৮০ জনকে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্তে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের অধীনে কর্মরত কর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে পুলিশ। গোন্দায় ব্রিজভূষণের বাড়িতেও যায় পুলিশ। সেখানে ব্রিজভূষণের আত্মীয়, কর্মী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এদিকে লখনউ এবং অযোধ্যায় গিয়েও ব্রিজভূষণের বর্তমান এবং প্রাক্তন সহযোগীদের সঙ্গে কথা বলে পুলিশ। তাছাড়া কুস্তি ফেডারেশনের বর্তমান ও প্রাক্তন বেশ কিছু কর্মীদের সঙ্গেও যোগাযোগ করে তাদের বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা। পাশাপাশি, ভিনদেশের কুস্তি ফেডারেশনের কাছ থেকে প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ চায় দিল্লি পুলিশ। যদিও এখনও ব্রিজভূষণের বিরুদ্ধে অন্য কোনও দেশের কুস্তি ফেডারেশন তথ্য প্রমাণ পাঠায়নি বলে খবর।

প্রসঙ্গত, গত এপ্রিল থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করার দাবিতে অবস্থান-বিক্ষোভ-আন্দোলন করে চলেছেন কুস্তিগীররা। সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং ১৫ জুনের এ ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দেন। কাকতালীয়ভাবে ১৫ জুনই ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *