কৈলাসহর(ত্রিপুরা), ১৫ জুন (হি.স.) : রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন ইরানি গ্রাম পঞ্চায়েত ৬ নং ওয়ার্ডের এলাকাবাসী। ২ দিন যাবৎ বিদ্যুতের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে বৃহস্পতিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েত ৬ নং ওয়ার্ডে দুই দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।তাঁদের অভিযোগ, এ বিষয়ে কৈলাসহর বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও বিদ্যুতের সমস্যা সমাধানে কেউ পদক্ষেপ নেননি। এমনকি সংস্থার কর্মীরা দুই দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার প্রয়োজন বোধ করেননি। তাঁদের আরও অভিযোগ, ইরানি থানার সামনে রাস্তা ভেঙে জল জমে পুকুর হয়ে গিয়েছে। এর ফলে সামান্য বৃষ্টি হলে এলাকাবাসীর যাতায়াতে অসুবিধা হচ্ছে।এবিষয়ে একাধিক বার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই, জনগণ বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কার ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা প্রদান এবং রাস্তা সংস্কার করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে ইরানি থানার পুলিশ ছুটে গেছে। অবরোধকারীদের সাথে কথা বলেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।