হিংসাজর্জর মণিপুরে আগামী ২০ জুন পর্যন্ত বেড়েছে ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা


ইমফল, ১৫ জুন (হি.স.) : হিংসাজর্জর মণিপুরে আগামী ২০ জুন পর্যন্ত, অৰ্থাৎ আরও পাঁচদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নিৰ্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উসকানি এবং মিথ্যা গুজব ছড়ানো রোধ করতে মণিপুর সরকার আগামী ২০ জুন পর্যন্ত আরও পাঁচ দিনের জন্য রাজ্যে ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত সহিংসতা, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাবলি প্রকাশ্যে আসার পর জনতার আবেগকে উস্কে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করতে সামাজিক মিডিয়ার সম্ভাব্য অপব্যবহার রোধ করতে গ্রহণ করা হয়েছে।

টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বিভ্রান্তি এবং মিথ্যা গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে মণিপুরের গৃহ দফতরের জারিকৃত আদেশে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির পাশাপাশি জনসাধারণের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আসন্ন বিপদের কথা তুলে ধরা হয়েছে।