ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন।। অলিম্পিক দিবসকে সামনে রেখে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শুরু হচ্ছে আগামীকাল থেকে। চলবে ২৩ জুন পর্যন্ত। সপ্তাহ ব্যাপী এই বহুবিধ কর্মসূচির মূল উদ্যোক্তা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন হলেও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে বিভিন্ন ইভেন্টের অনুমোদিত সংস্থা সমূহ। ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আরও উল্লেখ করেছেন, আগামীকাল বিকেল চারটায় এনএসআরসিসি কমপ্লেক্সে ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা এবং ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওয়েট লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে চারটায় এডি নগর পুলিশ হকি গ্রাউন্ডে ত্রিপুরা হকি এসোসিয়েশনের উদ্যোগে প্রদর্শনী হকি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ জুন এনএসআরসিসি-তে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ জুন সকাল আটটায় মালঞ্চনিবাস টেনিস কমপ্লেক্সে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের উদ্যোগে টেনিস প্রতিযোগিতা। বেলা ১১ঃ৩০ টায় এম এল প্লাজা চতুর্থ তলে ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ জুন বিকেল চারটায় উমাকান্ত একাডেমী মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল ম্যাচ। বিকেল সাড়ে চারটায় এনএসআরসিসি কমপ্লেক্সে ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের উদ্যোগে জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা এবং অভয়নগর নজরুল বিদ্যালয় ত্রিপুরা বাস্কেটবল এসোসিয়েশনের উদ্যোগে বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ জুন সকাল সাতটায় কলেজ টিলা আগরতলা ক্লাবে ত্রিপুরা ট্রায়াথলন এসোসিয়েশনের উদ্যোগে ট্রায়াথলন প্রতিযোগিতা এবং বিকেল তিনটায় উমাকান্ত একাডেমির মাঠে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ জুন এম এল প্লাজা চতুর্থ তলে আর্ম রেসলিং এসোসিয়েশনের উদ্যোগে বেলা বারোটায় আর্ম রেসলিং, বিকেল সাড়ে চারটায় যোগেন্দ্রনগর গ্র্যাপলিং সেন্টারে গ্র্যাপলিং এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে প্রতিযোগিতা হবে। ২৩ জুন সকাল ৭ টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে রেলি আয়োজন করা হয়েছে। ক্রীড়াপ্রেমী প্রত্যেককে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
2023-06-15